টাঙ্গাইলে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র, হেমনগর ডিগ্রী কলেজ থেকে গোপালপুরে পুনরায় স্থানান্তরের দাবিতে বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এতে প্রায় এক ঘন্টা রাস্তা বন্ধ থাকায় বাস স্ট্যান্ড চত্ত্বর সহ বিভিন্ন আশেপাশে এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাস্তা থেকে শিক্ষার্থী চলে যাওয়ার পর গোপালপুর থানা পুলিশ রাস্তায় যান চলাচল শুরু হয়।

রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল শেষে, উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ সংক্ষিপ্ত বক্তব্যে জানান, সুলতান সালাউদ্দিন টুকু ভাই ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে আপাতত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

আন্দোলনে গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মানিকুজ্জামান বলেন, ২০১৯ সাল পর্যন্ত গোপালপুর কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হতো। এরপর হেমনগরে কেন্দ্র স্থানান্তর করায় পরিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কোনো কোনো পরিক্ষার্থীর ২০ কিলোমিটার পর্যন্ত জার্নি করতে হয়, এতে পরিক্ষার আগে চরম ভোগান্তি পোহাতে হয়। শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ নিয়ন্ত্রণে এনেছি। পরিক্ষার্থীদের সুবিধার জন্য দ্রুততম সময়ের মধ্যে পরিক্ষা কেন্দ্র গোপালপুরে স্থানান্তর‌ করা দরকার।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page