গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসে মতলব উত্তরে আনন্দ মিছিল

ফারুক হোসেন:

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় মতলব উত্তরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে উপজেলা বটতলা থেকে ছেংগারচর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক উজ্জল ফরাজি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু।

এ সময় উপস্হিত ছিলে উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. গনি তপাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল, মুরাদ বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হক ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের আহবায়ন শাকিল খান প্রমুখ।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page