ফরিদপুর প্রতিনিধি:
নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় এক বিএনপি নেতার বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে সতর্ক করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা মিন্টু মাতুব্বরের বাড়ি পরিদর্শন গিয়ে তিনি তাকে সতর্ক করেন। এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ওই বিএনপি নেতার বাড়ি ভাঙচুর ও আগুন দেয় মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফছার মাতুব্বরের সমর্থকরা।
শামা ওবায়েদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সালথায় আওয়ামী লীগের কারো উপর জুলুম-অত্যাচার করা হয়নি।
আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। বিএনপির ইফতার পার্টিতে যাওয়ার কারণে মিন্টুকে বাড়িতে আগুন দেওয়ার যেই কাজটা আফছার ও তার দোসররা করেছে, সেটা আওয়ামী লীগের একটা জঘন্য চরিত্র। এই চরিত্র থেকে আওয়ামী লীগ রেব হতে পারে নাই।
তিনি আওয়ামী লীগ নেতা আফছারকে সতর্ক করে দিয়ে বলেন, আফছার চেয়ারম্যান যদি এই সমাজে সবার সাথে মিলেমিশে থাকতে চায়।
তাহলে তাকে দলমত নির্বিশেষে মিলেমিশে চলতে হবে। আর যদি এ ধরনের অন্যায় কাজ করে তাহলে তাকে আইনের আওতায় নেব।
বিএনপির নেতাদের উদ্দেশ্যে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসররা (আফছাররা) এত বড় সাহস পায় কোথা থেকে। নিশ্চয় এদের বিএনপির কোনো নেতা শেল্টার দেয়।
আওয়ামী লীগ নেতাদের বিএনপির কেউ যদি সহযোগিতা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমান বলেছেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি বা অপকর্ম করে তাহলে তাকে পুলিশে ধরিয়ে দিন। আমারও একই কথা।