নিয়োগ পরীক্ষা: শেরপুরে প্রক্সি দিতে এসে ৩ ভুয়া পরীক্ষার্থী আটক

ডেইলিদর্পণ ডেস্ক:

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে তিন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) সকালে শেরপুরের নবারুণ পাবলিক স্কুল কেন্দ্রের গেটে প্রবেশের সময় কাগজপত্র যাচাইয়ের সময় ছবি ও তথ্যের মিল না থাকায় পুলিশ তাদের আটক করে।

আটকরা হলো—জয়পুরহাট জেলার নজরুল ইসলামের ছেলে মো. রাজু আহম্মেদ (২৯), কক্সবাজারের ইকতিয়ার উদ্দিনের ছেলে আফ্রিদি রহমান (২৭), চাঁপাইনবাবগঞ্জের মোখলেছ উদ্দিনের ছেলে আবু শাহাদাৎ তুষার (২৭)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, আর্থিক লেনদেনের মাধ্যমে মূল পরীক্ষার্থীদের পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন। মো. রাজু আহম্মেদ ৮০,০০০ টাকা, আফ্রিদি রহমান ৬০,০০০ টাকা এবং আবু শাহাদাৎ ১,০০,০০০ টাকার বিনিময়ে প্রক্সি দিতে এসেছিল।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম। তিনি বলেন, এই ঘটনায় শেরপুর সদর থানায় নিয়মিত মামলা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বলেন, ‘এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। শেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page