হাড়ি ভর্তি বৃষ্টির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ডেইলিদর্পণ ডেস্ক:

ধান সিদ্ধ করার জন্য রাখা সিলভারের হাড়িতে জমা বৃষ্টির পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই বছর বয়সী এক কন্যা শিশু। পুরো এলাকায় যা শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২৮ মে) সকাল ১১টার পরে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে নিজের বাড়িতে দুই বছর বয়সী ওয়াঝিয়া আইরিন নামের ওই শিশুটির হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটে। সে প্রবাসী সোহেল প্রামানিকের কন্যা।

নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, সকালে শিশুটি খাওয়ার পর নিজের ঘরে অন্য শিশুদের সাথে খেলায় মেতেছিল। মা রিপা খাতুন ছিলেন সংসার সামলাতে ব্যস্ত।

ঘরের চালার ডোঙ্গা থেকে আগের রাতে পরা বৃষ্টির পানি ধরা ছিল একটি মাঝারি আকৃতির সিলভারের হাড়িতে। বাড়ির লোকজনের অজান্তেই শিশুটি হাড়ির মধ্যে উপর হয়ে পরে যায়। বিষয়টি শিশুর ছোট চাচি লাভলীর নজরে আসে। শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

হৃদয়বিদারক এ ঘটনায় শিশু ওয়াঝিয়া আইরিনের মৃতুতে মা রিপা খাতুন নির্বাক হয়ে পরেছেন। মাঝে মাঝে জ্ঞান ফিরলে বাহারাইন প্রবাসী স্বামীকে উদ্যেশ্য করে ডুকরে উঠে কিছু একটা বলার চেষ্টা করছেন।

ওই শিশুর দাদা আব্বাস প্রামানিক বলেন, দুর্ঘটনার কিছু সময় আগেই চাচার বাড়ি থেকে শিশুটিকে বাড়ি এনে খাওয়ান মা রিপা খাতুন। বৃষ্টির পানি ভর্তি হাড়ির মধ্যে পড়ে শিশুটির পা বাইরে ছিল। তা দেখে বাড়ির অন্য বৌ-ঝিরা টের পায়। অতন্ত মিশুক প্রকৃতির শিশুটি সবাইকে কাঁদিয়ে চলে গেলো।

তিনি আরও জানান, বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে শিশুটির পিতা বাহারাইন থেকে দেশের উদ্যেশ্যে রওনা করবেন। পিতার আসার পর বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির দাফন হবে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইমলাম জানান, কারো কোন অভিযোগ না থাকায় মৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page