ছাত্র-জনতার আন্দোলন দমিয়ে রাখতে যে পরামর্শ দিয়েছিলেন রিয়াজ

বিনোদন ডেস্ক:

ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে। যা দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ। আন্দোলনে তারকাদের মধ্যে অনেকে ছিলেন শিক্ষার্থীদের পক্ষে-বিপক্ষে। সম্প্রতি আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁসে উত্তাল নেটদুনিয়া। ওই গ্রুপে আন্দোলনকালীন সময়ে নানান বিষয় নিয়ে কথোপকথন চলতো।

এদিকে গত ২ আগস্ট রাত ১টা ৩০ মিনিটে ‘আলো আসবেই’ নামক শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থি শিল্পী ও সাংবাদিকদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে আন্দোলন দমিয়ে রাখতে ৮টি পরামর্শ দেন রিয়াজ। তিনি লিখেন, ‘প্রিয় বন্ধুগণ, সালাম ও কৃতজ্ঞতা। আপনাদের আজকের পারফরম্যান্স ও গ্রুপের কথা পড়ে শোকের মাসে জানাই অভিনন্দন। সেইসঙ্গে কিছু কথা—

১. আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুকন্যার হাত ধরে আলো আসবেই।

২. সময়টা আমাদের প্রতিকূলে।

৩. আমাদের যুদ্ধটা দীর্ঘ হবে এবার, তাই শক্তি ও মনোবল ধরে রাখতে হবে।

৪. এই সময়ে কাউকে আঘাত করে কিছু বলা যাবে না। ৫. যেকোনো মূল্যে এ আন্দোলন দ্রুত থামাতে হবে।

৬. সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে সাপোর্ট দিতে হবে।

৭. একজনের যেকোনো বিপদে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে।

৮. সবাই মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে। তাহলেই আমরা এই তুফান পাড়ি দিতে পারব। আল্লাহ আমাদের সহায় হোন, জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

‘আলো আসবেই’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে ছিলেন ফেরদৌস আহমেদ, রিয়াজ থেকে শুরু করে শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকে। আর গ্রুপটির নেতৃত্বে ছিলেন সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page