ডিজিটাল মাধ্যমের তরুণ সংগীত উদ্যোক্তা ফরহাদ

বিনোদন ডেস্ক:

অনলাইন মার্কেটিং বা ফ্রিল্যান্সার হিসেবে শুরু করেছিলেন পেশাগত ক্যারিয়ার। ডিজিটাল মাধ্যমে সেই দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তীতে নিজেকে তুলে ধরেছেন একজন সংগীত উদ্যোক্তা হিসেবে। তিনি নাটাই মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফরহাদ।

২০২৪ সালের শুরুতে শরীফ উদ্দিনের হাত ধরে প্রতিষ্ঠিত ‘নাটাই মিউজিক’ নামের প্রযোজনা প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন সংগীত শিল্পী মিলন।

তরুণ উদ্যোক্তা ফরহাদের প্রচেষ্টা, উদ্ভাবনী চিন্তাধারা ও প্রযুক্তির দক্ষতায় নাটাই মিউজিকের গানগুলো সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে শ্রোতাদের কাছে হয়ে উঠছে জনপ্রিয়। এসব গান দ্রুত ছড়িয়ে পড়ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও টুইটারের মতো অনলাইন প্ল্যাটফর্মে।

তার দক্ষ ব্যবস্থাপনায় নাটাই মিউজিক নিয়মিত প্রকাশ করছে ব্যতিক্রমধর্মী সব গান। তিনি কাজ করছেন প্রতিষ্ঠানটিকে সংগীতপ্রেমীদের পছন্দের প্লাটফর্মে পরিণত করতে। বিশেষ করে তরুণদের জন্য এটিকে গড়তে চান অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম হিসেবে। যেখানে নিজেকে মেলে ধরতে পারবেন নতুন প্রতিভাবান শিল্পীরা।

সংগীত উদ্যোক্তা মো. ফরহাদ বলেন, সম্প্রতি বড় পরিসরে কয়েকটি গানের কাজ চলছে। বাংলা গানের মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছি। ভবিষ্যতে নাটক ও চলচ্চিত্র নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান ‘নাটাই মিউজিক’ থেকে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে- আসিফ আকবর, তানজিব সারেয়ার, মিলন, কণা, পূজা, কোনাল, সুমি সবনম, তসিবা বেগম, সাথী খান, অয়ন চাকলাদার, রুবেল খন্দকার সহ অনেকের গান।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page