ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুকের প্রধান বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে কিরকুকে লক্ষ্য করে দুটি কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়। এর একটি বিস্ফোরিত না হলেও অপরটির বিস্ফোরণে দুইজন আহত হন। তবে আহতদের অবস্থা গুরুতর নয়।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, একইদিন কিরকুক শহরের উরুবা এলাকায় একটি বাড়িতেও আরেকটি রকেট আঘাত হানে। সৌভাগ্যবশত, বাড়িটিতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রকেট হামলার সময় কিরকুক বিমানবন্দরের বেসামরিক অংশে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মূলত যে অংশটি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়— যেখানে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং সরকারপন্থী সশস্ত্র গোষ্ঠী হাশেদ আল শাবির দপ্তর রয়েছে— হামলাটি সেখানেই ঘটে।

ইরাকে গত কয়েক বছর ধরে বিভিন্ন সামরিক ও কূটনৈতিক স্থাপনায় রকেট ও ড্রোন হামলা হয়ে আসছে। বেশিরভাগ সময় এসব হামলার জন্য ইরানপন্থী মিলিশিয়াদের দায়ী করা হলেও এবার কোনো গোষ্ঠী এখনো দায় স্বীকার করেনি।

হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সূত্র: আরব নিউজ

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page