নারীর যৌন চাহিদা কি পুরুষের চেয়ে বেশি?

ডেইলিদর্পণ ডেস্ক:

নারীর যৌন চাহিদা পুরুষের ৪ ভাগের ১ ভাগ। কিশোরি এবং সদ্য ঋতুবতী মেয়েদের যৌন চাহিদা সবচেয়ে বেশি। ১৮ বছর পর থেকে মেয়েদের যৌন চাহিদা আস্তে আস্তে কমতে থাকে,এবং ৩০/৩৫ হলে মেয়েদের যৌন চাহিদা অনেক কমে যায়।

যৌন চাহিদা কার বেশি: ৩০ এর পর একটি মেয়ে মাসের পর মাস যৌনকর্ম না করে থাকতে পারে কিন্তু স্বামীর চাহিদার জন্য তারা যৌন কর্ম করে থাকে। বেশির ভাগ মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে, তারা রোমান্টিক পুরুষ পছন্দ করে,পুরুষের আদুরে ভয়েজ,তার দেয়া ভালোবাসার উপহার,কিংবা রোমান্টিক কথোপকথন নারীকে যৌন কর্মের চেয়ে বেশি সুখ দিয়ে থাকে।অনেক মেয়েরা গল্প করে রাতের পর রাত কাটিয়ে দিতে চায়।মেয়েরা চায় কেয়ারিং পুরুষ।

যৌন চাহিদা নিয়ে গবেষণা কি বলে: সাম্প্রতিক একটি গবেষণায় বলা হয়েছে সম্পূর্ণ অন্য কথা।নারীদের শারিরীক চাহিদা নিয়ে গবেষনায় পাওয়া গেছে ৩৬ বছর বয়সে নারীদের যৌন চাহিদা সবচেয়ে বেশি থাকে।অনেকেই হয়তো বলবেন যৌবনের প্রথম দিকে, ২০/২২ বছর বয়সে সবচেয়ে বেশি হয়তো!কিন্তু বিষয় টা তা নয়, অন্তত মহিলাদের বেলায় তো নয় ই এমনটা বলছে নতুন সমিক্ষা।২০১৭ সালে ইংল্যান্ডের এক ঔষধ কোম্পানি এটা নিয়ে গবেষনা করেছেন।প্রায় ২৬০০ নারী নিয়ে তারা গবেষণা করে দেখেছেন, তাদেরকে জিজ্ঞেস করেছেন শারীরিক সম্পর্ক কতটা উপভোগ করেছেন তারা?সে সমিক্ষায় ৩৬ বছর বয়সী নারীরা বলেছেন তারা শারীরিক সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি খুশি।২৩ থেকে ৩৬ বছর বয়সী নারীরা জানিয়েন তারা সেক্স নিয়ে খুবই খুশি এবং একরাতে অনেকবার তাদের অর্গাজম হয়। দুটি গ্রুপের নারীদের প্রতি ১০ জনের মধ্যে মাত্র ৫ জন জানিয়েছেন, তাঁদের সঙ্গীর সঙ্গে মিলনের সময় চরম অর্গ্যাজম অনুভব করেন। বয়স্ক নারীদের গ্রুপটির সদস্যরা জানিয়েছেন, গত চার সপ্তাহ তাঁরা দুর্দান্ত সেক্স করে কাটিয়েছেন।

অর্গাজম কেন হয়: মেয়েদের অর্গাজম হলে কোন বীর্য বের হয়না, তবে পেটে প্রস্রাব থাকলে উত্তেজনায় সেটা বের হয়ে আসে।সেটাও খুব কম সময়ে। মেয়েদের যোনিতে পেনিস ডুকালে তারা মজা পায় ঠিক কিন্তু এতে তার অর্গাজম হওয়ার সম্ভাবনা খুব কম থাকে বলতে গেলে ১% এর মতো। মেয়েদের যোনির ভেতর পথে অনেক গুলো খাজ কাটা খাজ কাটা থাকে।

যৌন সম্পর্ক কেন উপভোগ্য হয়: পুরুষ যখন তার পেনিস যোনি পথে প্রবেশ করায় তখন মেয়েদের মধ্যে যৌন উত্তেজনা তৈরি হয় এবং সে তার সঙ্গীকে আরও বেশি করে কাছে পেতে চায়।কারন খাজ কাটা জায়গা গুলোতে ঘর্ষনের ফলে মেয়েদের মজা বের হয়। এজন্য খুব বড় পেনিসের দরকার হয় না,ছোট পেনিসও মেয়েদের তৃপ্তি দিতে পারে, তাছাড়াও শরীরের বিশেষ বিশেষ জায়গায় পুরুষের স্পর্শ লাগলে মেয়েরা যৌন কর্মের জন্য চাগিয়ে উঠে।

বয়স বাড়ার সাথে সাথে মেয়েরা যৌনতাকে শুধু সন্তান জন্ম দেয়ার প্রক্রিয়া হিসেবে ধরে নেয় এবং একটা সময় পর যৌন কর্মের প্রতি পুরোপুরি আগ্রহ হারিয়ে ফেলে এবং এটা ধরেই নেয় যে এটা শুধু যৌবন কালের কিছু পাগলামি এখন এটা লজ্জার বিষয়।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page