ডেইলিদর্পণ ডেস্ক:
পুরুষের তুলনায় মহিলাদের যৌন চাহিদা বেশি এটা স্রস্টা প্রদত্তই। তাই মহিলারা বেশির ভাগ ক্ষেত্রেই যৌন জীবনে অসুখী। এমনি নিজের পছন্দের পুরুষ সঙ্গিকে কাছে পেয়েও খুশি নয় অনেক মহিলা। মহিলাদের অভ্যাস হলো তারা যৌনজীবনে অসুখী হলেও সেটা মুখে প্রকাশ করে না কখনো। কিন্তু মনে মনে কস্ট পায় কিংবা সঙ্গির সাথে খারাপ বা রুক্ষ আচরন করতে থাকে। কেন এমন হয়, অনেক নারি যৌন জীবনে অসুখী তার কারন কি, যৌন জীবনে অসুখী হওয়ার কারন হলো অজ্ঞতা এবং ভুল ধারনা।
যৌন চাহিদা কেন মেটাবেন
যৌন চাহিদা কেবল সন্তান জন্ম দেয়ার একটি মাধ্যম নয় এটি একটি নারি এবং পুরুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে এমন ভাবে যাতে তারা যুগের পর যুগ একসাথে কাটিয়ে দিতে পারে অনায়সেই। এ সমাজের অনেক নারী স্বামির দ্বারা তৃপ্ত নয় তাও তারা স্বামীর ঘর করে, ছেলেমেয়ের দিক তাকিয়ে। তাহলে অনেকে বলতে পারেন যে স্বামি যদি অক্ষম হয় তাহলে সে বাচ্চা জন্ম দিল কিভাবে? যারা এমন প্রশ্ন করবেন এই লেখাটি তাদের জন্য নয়। কারন তারা এই লেখার মাহাত্ম্য বুজবেন না। একটি নারী ও একটি পুরুষের জন্য অত্যন্ত সুখের বিষয়। এ বিষয়গুলো সম্পর্কে আজও অজ্ঞ অনেক নারী। যৌন মিলন কিভাবে করতে হবে কি কি করতে হবে সেগুলো সম্পর্কে মানুষ জানে না এবং জানতেও চায় না।
নারী কেন অতৃপ্ত থাকে
অনেক নারীরা নিজের চাহিদাও জানেন, কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না নিজের ভালো লাগা না লাগার কথা। নারীদের যৌন জীবনে অতৃপ্ত থাকার অন্তরালে এটা একটি বিশেষ কারণ। এমনকি তিনি যে যৌন জীবনে সুখী নন এটাও পুরুষ সঙ্গীকে মুখ ফুটে বলতে পারেন না অনেক নারী।
মন খুলে ভালো লাগা প্রকাশ করা
অনেক মেয়েরা মনে করে নিজের যৌন চাহিদার কথাটা পুরুষকে বলাটা দোষের তাই তারা মুখ ফুটে বলতে চায় না এবং লজ্জা পায়। অনেক পুরুস আছে যারা নিজের চাহিদা শেষ হওয়ার সাথে সাথেই নারীর চাহিদার কথাটা ভুলে যায়,নারীর চাহিদা আছে কিনা সেটা জানতেও চায় না এবং তালবাহানা করে কিছু কিছু সময় এটা নিয়ে মনমালিন্য হয়। ফলে রাগ করে নারীও সেটা প্রকাশ করতে চায় না।
পুরুষের শারিরীক সমস্যার বিষয়ে উদাসীনতা,এমন হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
আর নয় লজ্জা
কিছু কিছু নারীর যৌন মিলনে ভীতি কাজ করে তাই চাহিদা হলেও সে ভয়ে, লজ্জায় সেটা বলতে পছন্দ করে না। তাছাড়া যদি সম্পর্কে যদি ডুকে পরকীয়া তাহলে তো পুরুষ নারীকে মুল্যই দেয় না।
এসব কারনে মুলত নারীরা যৌনজীবনে অসুখী। একজন নারী তার চাহিদার কথা ভাবার আগে তাকে ঘিরে থাকা মানুষগুলোর কথা ১০০ বার ভাবে,ভাবে তার জন্য যেন তার এই মানুষগুলোর মাথা খাটো না হয়।
যৌন সঙ্গীর সাথে যৌন সম্পর্কে কখনোই এক তরফা আনন্দ পাওয়া যায় না। দুজনকেই এ সম্পর্কটি উপভোগ করতে হবে। এবং অন্য জনের কাছে সম্পর্ককে আনন্দদায়ক এবং উপভোগ্য করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।