ডেইলিদর্পণ ডেঙ্ক:
বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে। যা দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ২৩-২৮ মে এর মধ্যে। জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
রোববার (১১ মে) তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি। তার দেওয়া তথ্যমতে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’। নামটি দিয়েছে শ্রীলঙ্কা।
এদিকে আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের ২৪ বা ২৫ তারিখে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে কিছুটা আশঙ্কা করা যাচ্ছে।