ফের বিএনপির কার্যালয় দ্বিতীয়বার ‘ক্রাইম সিন’

নিজস্ব প্রতিবেদক:

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতা টানিয়ে দিয়েছিল পুলিশ। এরপরে আবারও সাড়ে ৮ মাসের মাথায় আবার গত মঙ্গলবার (১৬ জুলাই) মধ্যরাতে দলটির কার্যালয়ে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। ওইদিন রাতেই দ্বিতীয় দফায় বিএনপির কার্যালয় ‘ক্রাইম সিন’-এর আওতায় আনা হয়।

বৃহস্পতিবার (১৮ জুলাই ) সরেজমিন দেখা যায়, বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

একইসঙ্গে কার্যালয়ে চার পাশে বাঁশের খুঁটিতে ‘ক্রাইম সিন’-এর হলুদ ফিতা টানিয়ে দিয়েছে পুলিশ। আর কার্যালয় দুই পাশে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাখা হয়েছে পুলিশ ক্রাইম সিনের গাড়ি।

পুলিশ বলছে, বিএনপি কার্যালয়ে ‘ক্রাইম সিন’ ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে। ‘ক্রাইম সিন’ এর অর্থ হচ্ছে সেখানে কেউ প্রবেশ কিংবা বের হতে পারবে না। পুলিশ অপরাধ তদন্তের জন্য আলামত সংগ্রহ করছে সেখান থেকে। পুলিশের তদন্ত কাজের এ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিএনপি কার্যালয় বন্ধ থাকবে।

দলের কার্যালয়কে ‘ক্রাইম সিন’-এর আওতায় নিয়ে আসার পর গত ২ দিনে বিএনপির কোনও নেতাকর্মী কার্যালয়ে আসেননি।

তবে গত ২ দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির ২০ জন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলেও দলের পক্ষে থেকে দাবি করা হয়।

বুধবার ঢাকায় গায়েবানা জানাজা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্পূর্ণ আগের মতো নাটক সাজিয়ে বিএনপি অফিসে কতগুলো ককটেল বোমা, লাঠিসোঠা রেখে দিয়ে সেখানে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা চলছে।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page