,

নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার পরিবারের পাশে সহযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. মনির হোসেনের পরিবারের পাশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শুক্রবার (১৬ আগস্ট) সংগঠনের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুসহ সহযোদ্ধারা নিহত মনির হোসেনের বাড়িতে যান। এসময় তারা পরিবারের খোঁজখবর নেন।

রাজধানীর ভাটারা থানাধীন বাশতলা এলাকায় গত ১৯ জুলাই নিহত হয় মনির। নিহত মনিরের পিতার নাম মো. আবু জাফর, মাতা জাহানারা বেগম। বর্তমানে তারা ভাটারা এলাকার পূরবী বসবাস করেন তারা।

চলতি বছরের জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী আন্দোলন শুরু করে। পরবর্তীতে এ আন্দোলন সরকার পতনের এক দফায় রুপ নেয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদ থেকে পদত্যাগ করে।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

নতুন উপাচার্য পেলো বাকৃবি

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক.....

You cannot copy content of this page