নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর লালবাগে তিনি এ শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
প্রিন্স বলেন, মা-মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। দেশের নকলমুক্ত শিক্ষা ব্যবস্থার প্রবর্তক তিনি। বেগম জিয়া দেশের শিক্ষা খাতকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। আজকের ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ। এই ছাত্ররাই গড়বে সোনার বাংলা।
তিনি বলেন, আজ দীর্ঘদিন নানা রোগে ভুগছেন। কিন্তু এই স্বৈরাচারী হাসিনার সরকার তাকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করে তাকে মিথ্যা মামলায় বন্দি রেখেছিল। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এ সময় দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান প্রিন্স।
এ সময় ছাত্রদল নেতা হাসান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সুমন, নীরব, আব্দুল, জাফর, জুনায়েদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।