,

বিএসএফের গুলিতে কিশোরী নিহতের ঘটনায় বিএসপির তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে ১৩ বছর বয়সী কিশোরী স্বর্ণা দাস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি – বিএসপির চেয়ারম্যান শাহ্জাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। শনিবার (৭ সেপ্টেম্বর) বিএসপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

বিএসপির চেয়ারম্যান শাহ্জাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, বাংলাদেশের জন্য ভারত যেমন গুরুত্বপূর্ণ; ভারতের জন্যও বাংলাদেশ গুরুত্বপূর্ণ। ভারত দাবি করে আসছে তারা আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করলে, সীমান্তে গুলি করে পাখির মতো মানুষ হত্যা কি বন্ধুত্বের পরিচয় দেয়া? কেউ অপরাধ করলে গ্রেপ্তার করতে পারে। তাকে হত্যা করবে কেন? ফেলানীর নৃশংস হত্যাকাণ্ড আমরা ভুলিনি। আজ স্বর্ণা দাসের মতো নিরীহ কিশোরীর হত্যা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

তিনি বলেন, ভারত বৈরি আচরণ করে, বাংলাদেশের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করতে পারে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

বিএসপি চেয়ারম্যান আরও বলেন, এই দেশে ইসলামের বিজয় নিশান উড়িয়েছেন মাজার, খানকা ও দরগায় অবস্থান করা অলি বুজুরগগণ। তারা মানুষের শঠতা, হটকারিতা, সন্ত্রাসী ও আগ্রাসী মানসিকতা পরিশুদ্ধ করে প্রেম ভালোবাসার মাধ্যমে সম্প্রীতির সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখেন। ছাত্র জনতার অভ্যূথ্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর পীর-অলি বিদ্বেশী উগ্রগোষ্ঠী অলি-আউলিয়ার মাজার, দরগাহ, খানকায় ভাঙ্গচুর, অগ্নিসংযোগসহ প্রৈশাচিক কায়দায় ধ্বংসে মেতে উঠেছে। তারা ছাত্র-জনতার বিজয়কে নিজদের আখের গোছানোর হাতিয়ার করে মাজার, খানকাহ, দরগাহ, এমনকি চর দখলের ন্যায় মসজিদ-মাদ্রাসাও দখল করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসব অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মুখামোখি করে শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি দেশের আপামার সুন্নি-সূফীবাদী জনতাকে এই উগ্রগোষ্ঠীকে প্রতিরোধে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page