ডেলি দর্পণ প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ জানিয়েছেন, নির্বিঘ্নে, স্বস্তিতে, শান্তিতে দুর্গোৎসব উদযাপনে ছাত্রদল হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকবে।
রাজু আহামেদ অনলাইন নিউজ পোর্টাল (dailydarpan.news) ‘ডেইলি দর্পণ’ এর সাথে আলাপকালে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আবহমান বাংলার ঐতিহ্য হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খিষ্টান সবাই মিলে একসাথে একটা সম্প্রতি নিয়ে বসবাস করে। জিয়াউর রহমান এটাকে এক বৃত্তে এনে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন করেন। সবাই যার যার ধর্ম পালন করবে, উৎসব পালন করবে, নিজ সংস্কৃতিতে বিকশিত হবে এটাকেই বিএনপি ধারণ করে।’
শান্তিপূর্ণভাবে এই পূজা সম্পন্ন হোক, সেটাই আমাদের প্রত্যাশা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে আমাদের সংগঠনের নেতাকর্মী প্রত্যেকেই পাশে থাকবেন। প্রতিটি পূজা মণ্ডপে এ উৎসব যেন শৃঙ্খলা এবং সুন্দরভাবে উদযাপন করতে পারে সেই বিষয়ে সর্বদা প্রস্তুত আছে ছাত্রদল।
তিনি আরও বলেন, দূর্গা পূজা হিন্দু সম্পদায় এর সবচেয়ে বড় উৎসব এটা যাতে কোন মহল বিগ্ন ঘটাতে না পারে তার জন্য বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং ভ্যানগার্ড হিসাবে মাঠে থাকবে ছাত্রদল। সেজন্য ছাত্রদল সর্বাত্মক সহযোগিতা করবে।