আশুলিয়ায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুর ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. আবু হোরায়রা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু।
মানারাত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মো. শাকিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম সজীব, মো. মজিবুল হক রিপন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর উল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূর হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংগঠনিক সম্পাদক জহিরুল সায়মুন।
আরও উপস্থিত ছিলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল হাসান লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা শুভ ও নাছির উদ্দিন বাবু। এবং সহ-সভাপতি ফেরদৌস মাহমুদ রুবেল। যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন বাবলু।