এবার দুঃসংবাদ পেল বার্সেলোনা

এবার দুঃসংবাদ পেল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক:

চোটের কারণে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার দানি ওলমোকে। স্পেন ও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ঠাসা সূচির কারণে কাতালান ক্লাবটি বেশ বিরক্ত। আগামী ২৫ দিনে তাদের খেলতে হবে ৯টি ম্যাচ, তার মাঝেই ওলমোর ইনজুরি বড় ধাক্কা হিসেবে এসেছে।

শুক্রবার (২৮ মার্চ) এক বিবৃতিতে ২৬ বছর বয়সী এই তারকার চোটের কথা নিশ্চিত করেছে বার্সা। গতকাল ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচেই ওলমোট চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। পরে পরীক্ষা-নিরীক্ষার করে জানা গেছে, ডান পায়ের অ্যাডাক্টর (ঊরুর) পেশিতে চোট পেয়েছেন তিনি। যা থেকে তার সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ লাগবে। যা মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে কোচ হ্যান্সি ফ্লিকের জন্য দুশ্চিন্তার বড় কারণ!

লা লিগায় গতকাল বার্সেলোনা ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ওসাসুনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল। তাদের পক্ষে প্রথমার্ধে ফেরান তোরেস প্রথম গোল করেন, পরবর্তীতে সফল স্পট কিকে পেনাল্টিতে ব‍্যবধান বাড়ান ওলমো। দ্বিতীয়ার্ধে বদলি নেমে কাতালানদের বড় জয় নিশ্চিত করেন রবার্ট লেভানদেভস্কি। যদিও স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সা। কারণ গোল করার মিনিট সাতেক পরই চোট নিয়ে উঠে যেতে হয় ওলমোকে। যা তাকে সবমিলিয়ে অন্তত ৫টি ম্যাচের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে।

ওলমো মাঠে ফেরার আগে বার্সেলোনা লা লিগায় তিনটি এবং চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টারের প্রথম লেগ খেলার কথা রয়েছে। যেখানে ৯ এপ্রিল তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। এমনকি তাদের বিপক্ষে ১৫ এপ্রিল ফিরতি লেগেও ওলমোকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। এ ছাড়া স্প্যানিশ এই উইঙ্গার কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে থাকবেন দর্শক সারিতে।

ওলমো গত মৌসুম শেষে আরবি লাইপজিগ থেকে বার্সেলোনাতে যোগ দেওয়ার পর ২৮ ম্যাচে ৮ গোলের পাশাপাশি আরও পাঁচটিতে অবদান রেখেছেন। যদিও তাকে পুরো সময় মাঠে খেলতে দেখা যায় না। তবে এটি ঠিক যে, মিডফিল্ডের পাশাপাশি ফরোয়ার্ড লাইনে দলের জন্য প্রয়োজনীয় সহায়তার যোগান দিয়ে আসছেন এই তরুণ তারকা।

আগামী ২৩ এপ্রিল পর্যন্ত পরবর্তী ২৫ দিনে বার্সাকে ৯টি ম্যাচ খেলতে হবে। যে কারণে বার্সার জার্মান কোচ ফ্লিক খুবই ক্ষুব্ধ ও বিরক্ত। ১০ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বার্সা মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের। তার দুদিন পরই ম্যাচ রয়েছে স্প্যানিশ লিগে। লা লিগার ম্যাচের সময় নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলে ফ্লিক বলেন, ‘লেগানেসের বিপক্ষে রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ২টায়) ম্যাচ খেলার বিষয়টি নিয়েও আমরা কথা বলতে পারি। প্রতিপক্ষের মাঠে ম্যাচ থাকলে সবসময় শুরুর সময়টা রাত ৯টা হয়, সেক্ষেত্রে আমাদের ফিরতে অনেক রাত হয়ে যায়। খেলোয়াড়দের রিকভারির জন্য ব্যাপারটা মোটেও ভালো কিছু নয়।’

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page