রিয়েলমির ফোন রিপেয়ারে খরচ বাঁচান!

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ১৬ জুলাই থেকে ১৮ জুলাই, ২০২৪ তারিখকে তাদের ‘সার্ভিস ডে’ হিসেবে ঘোষণা করেছে। রিয়েলমিপ্রেমীদের ব্যবহৃত ডিভাইসের স্মুদলি চলার নিশ্চয়তা দিতে, এ বিশেষ ইভেন্টে রিয়েলমি দিচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি সার্ভিসের অফার।

সার্ভিস ডে চলাকালীন, রিয়েলমি ফোন ব্যবহারকারীরা সকল ধরনের স্পেয়ার পার্টস কেনায় পাচ্ছেন ১০% পর্যন্ত ডিসকাউন্ট, কিছু পুরনো মডেলের মেইনবোর্ড ক্রয়ের ক্ষেত্রে ডিসকাউন্ট পাচ্ছেন ৬০% পর্যন্ত, এবং ফোনের আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনায় ছাড় পাচ্ছেন ১০% পর্যন্ত।

আকর্ষণীয় এ সকল ডিসকাউন্ট ছাড়াও, বাড়তি খরচ ছাড়াই যাতে গ্রাহকরা তাদের ফোন ঠিক করার নিশ্চয়তা পান, এজন্য ওয়ারেন্টির মেয়াদ পার হয়ে যাওয়া ফোন ঠিক করতে কোনো চার্জ নেওয়া হবে না।

অফিসিয়াল হ্যান্ডসেটের জন্য রিয়েলমি দিচ্ছে ফ্রি সফটওয়্যার আপগ্রেডের সুবিধা, যার মাধ্যমে সর্বাধুনিক ফিচার ও সিকিউরিটি প্যাচসহ প্রোটেকটিভ পেপার ফিল্ম (সহজলভ্যতার ভিত্তিতে) ডিভাইসে আপ-টু-ডেট থাকার নিশ্চয়তা প্রদান করা হয়।

গ্রাহকদের অসাধারণ সেবা প্রদানের পাশাপাশি তাদের মূল্যায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। এই প্রতিশ্রুতি পূরণের একটি অনুষঙ্গ হলো সার্ভিস ডে ইভেন্টটি। স্মার্টফোনের সেরা সার্ভিস পেতে এবং উল্লেখযোগ্য সঞ্চয় উপভোগ করতে গ্রাহকদের এই সুযোগ দিচ্ছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

নতুন উপাচার্য পেলো বাকৃবি

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক.....

You cannot copy content of this page